Breaking News

প্রবাসী চিকিৎসক হাসপাতালের যক্ষ্মা রোগীদের খাদ্যদ্রব্য প্রদান

সেখ সামসুদ্দিন, মেমারিঃ আমেরিকার লাস ভেগাসে ইউনিভার্সিটি অফ নিভাডা মেডিকেল কলেজের অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর প্রবাসী বাঙালি চিকিৎসক মেমারির কৃতী সন্তান ডাঃ বুদ্ধদেব দাঁ-র আর্থিক আনুকূল্যে স্থানীয় প্রতিনিধি সেখ সামসুদ্দিনের সহযোগিতায় মেমারি হাসপাতালের যক্ষ্মা রোগীদের ২০ জনকে ৬ মাসের জন্য প্রোটিন যুক্ত খাদ্য দেওয়ার দায়িত্ব নেন।

শনিবার মেমারি হাসপাতালের সভাকক্ষে ২০ জন যক্ষ্মা রোগীর হাতে চতুর্থ মাসের খাদ্যদ্রব্য তুলে দেন। খাদ্যদ্রব্যের মধ্যে আছে ১ কেজি সোয়াবিন, ১ লিটার সরিষা তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম মুগ ডাল, ২৫০ গ্রাম ছোলা, ২৫০ গ্রাম বাদাম ও ৩০ টি ডিম। এই খাদ্যদ্রব্যের প্যাকেট রোগীদের হাতে তুলে দেন প্রবাসী চিকিৎসক বুদ্ধদেব দাঁ, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি-১ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, বিএমওএইচ ডাঃ দেবাশীষ বাংলা, প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ জয়ন্ত দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ের সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, ডাঃ অপরাজিতা চ্যাটার্জী সহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।

এদিনে উপস্থিত সকল ব্যক্তিবর্গ প্রবাসী চিকিৎসকের এইভাবে মানবসেবায় উদ্যোগী হওয়ায় ভুয়সী প্রশংসা করেন। হাসপাতালের সুপার প্রবাসী চিকিৎসকের কাছে হাসপাতালের রোগীদের পরিষেবায় পরিকাঠামোগত কিছু কাজে সহায়তার জন্য আবেদন রাখেন।

About Prabir Mondal

Check Also

সৃজনী প্রেক্ষাগৃহে আর্ট ওয়ার্কশপ

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ‘ছবি আঁকার মানুষ ওগো পথিক চিরকেলে, চলছ তুমি আশেপাশে দৃষ্টির জাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *