সেখ সামসুদ্দিন, মেমারিঃ আমেরিকার লাস ভেগাসে ইউনিভার্সিটি অফ নিভাডা মেডিকেল কলেজের অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর প্রবাসী বাঙালি চিকিৎসক মেমারির কৃতী সন্তান ডাঃ বুদ্ধদেব দাঁ-র আর্থিক আনুকূল্যে স্থানীয় প্রতিনিধি সেখ সামসুদ্দিনের সহযোগিতায় মেমারি হাসপাতালের যক্ষ্মা রোগীদের ২০ জনকে ৬ মাসের জন্য প্রোটিন যুক্ত খাদ্য দেওয়ার দায়িত্ব নেন।
শনিবার মেমারি হাসপাতালের সভাকক্ষে ২০ জন যক্ষ্মা রোগীর হাতে চতুর্থ মাসের খাদ্যদ্রব্য তুলে দেন। খাদ্যদ্রব্যের মধ্যে আছে ১ কেজি সোয়াবিন, ১ লিটার সরিষা তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম মুগ ডাল, ২৫০ গ্রাম ছোলা, ২৫০ গ্রাম বাদাম ও ৩০ টি ডিম। এই খাদ্যদ্রব্যের প্যাকেট রোগীদের হাতে তুলে দেন প্রবাসী চিকিৎসক বুদ্ধদেব দাঁ, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি-১ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, বিএমওএইচ ডাঃ দেবাশীষ বাংলা, প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ জয়ন্ত দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ের সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, ডাঃ অপরাজিতা চ্যাটার্জী সহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।
এদিনে উপস্থিত সকল ব্যক্তিবর্গ প্রবাসী চিকিৎসকের এইভাবে মানবসেবায় উদ্যোগী হওয়ায় ভুয়সী প্রশংসা করেন। হাসপাতালের সুপার প্রবাসী চিকিৎসকের কাছে হাসপাতালের রোগীদের পরিষেবায় পরিকাঠামোগত কিছু কাজে সহায়তার জন্য আবেদন রাখেন।
Social