দেবনাথ মোদক, বাঁকুড়াঃ গতির বলি হল ২ যুবক। মঙ্গলবার বিকেলে বাঁকুড়ায় বাজার সেরে ছাতনার দিকে রওনা দিয়েছিল ছাতনার ঐ ২ যুবক। ফেরার পথেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা কবলে পড়ে তাঁরা। বাঁকুড়ার নামো আঁচুরির কাছে একটি গাছে সজোরে ধাক্কা মারে ওই বাইক আরোহী। এর পরই রাস্তার উপর ছিটকে পড়েন বাইকে থাকা দুই যুবক। দু’জনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের একজন গুড়পুতা শেখ সিরাজ (১৮) ও আরেকজন ছাতনার বাসিন্দা সাহিদ খান (১৮)। এক প্রত্যক্ষদর্শী জানান বাইকটি খুব দ্রুত গতিতে ছাতনার দিকে যাচ্ছিল, কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। দুজনই ঘটনাস্থলে মারা গিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
