টুডে নিউজ সার্ভিস, বাঁকুড়াঃ নিকাশি নালার মধ্যে মানব ভ্রুণ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া শহরে। শনিবার সকালে শহরের সতীঘাট এলাকার এক নিকাশি নালা থেকে পুলিশ ওই ভ্রুণটি উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, শহরের অন্যতম ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত সতীঘাটের একটি নিকাশি নালার মধ্যে স্থানীয় ব্যবসায়ীরা এদিন সকালে ওই মানব ভ্রুণটি দেখতে পান। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পরে পুলিশ এসে ওই ভ্রুণটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী প্রত্যেকের মনেই প্রশ্ন এই জায়গায় ভ্রুণটি কিভাবে এল? অনেকের ধারণা অন্য কোথাও ফেলা হয়েছিল, পরে তা ভেসে এখানে এসে থাকতে পারবে। আবার এর পিছনে কোনো ‘অপকর্ম’ থাকতে পারেও কেউ কেউ মনে করছেন। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি উদ্ধার হওয়া ভ্রুণটি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
