টুডে নিউজ সার্ভিস, কোচবিহারঃ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সবজির দাম নিয়ন্ত্রণে ময়দানে নামল জেলা প্রশাসন। সবজির বাজার দর নিয়ন্ত্রণে রাখতে কোচবিহারের সব থেকে বড়হাট ডোডেয়ারহাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা টাস্ক ফোর্স অভিযান চালালো শনিবার। অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্তের নেতৃত্বে এদিন পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে সবজির সঠিক দাম সম্পর্কে জানা হয়।
এদিন এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত জানান, মূলত সবজির বাজার দর নিয়ন্ত্রণের মধ্যে রাখতেই তাদের এই অভিযান। এই অভিযান লাগাতার চলতে থাকবে। পাশাপাশি আগামীকাল হিম ঘর মালিক ও ব্যবসায়ীদের সাথেও একটি বিশেষ বৈঠকের ডাক দেওয়া হয়েছে।