Breaking News

এভারেস্ট জয়ের লক্ষ্যে বর্ধমানের সৌমেন

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানে পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ৫৪ বছর বয়সী সৌমেন সরকার রওনা দিচ্ছেন মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোৎসে পর্বতশৃঙ্গ জয়ের লক্ষ্য নিয়ে। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, এটাও একটা স্পোর্টস। কিন্তু, এই স্পোর্টসের জন্য সরকারী উদ্যোগ তেমন কিছু নেই। এমনকি এই ধরণের স্পোর্টসের ক্ষেত্রে বেসরকারী স্পন্সররাও কেউ এগিয়ে আসতে চায় না।

সৌমেনবাবু আরও জানিয়েছেন, আগামী ৭ এপ্রিল থেকে তাঁর এই পর্বতশৃঙ্গদ্বয় জয় করার যাত্রা শুরু হবে। তাঁর সঙ্গী থাকছেন মিনসা সেরপা। যিনি ৮ বার এভারেষ্ট জয় করেছেন। মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোৎসে এই অভিযান মোট ৫৬ দিনের। তিনি জানিয়েছেন, এই অভিযানে তাঁর প্রায় ৪০ লক্ষ টাকা খরচ হবে। অনেক কষ্ট করে তিনি ৩১ লক্ষ টাকা জোগাড় করেছেন। এখনও বাকি ৯ লক্ষ টাকা তিনি জোগাড় করে উঠতে পারেননি। চেষ্টা চলছে। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, বর্ধমানের একটি নামকরা চাল প্রস্তুতকারী সংস্থা তাঁকে সবরকমের সহায়তা দেবার কথা জানালেও বাস্তবে তাঁরা কেউই সহায়তার হাত বাড়ায়নি।

উল্লেখ্য, সৌমেনবাবু গত ২০ বছর ধরে তিনি এই মাউন্টেনিং করছেন। মাউন্ট স্টক কাংরি, মাউন্ট নান, মাউন্ট ইউনুম, মাউন্ট এলব্রাস, মাউন্ট দিও টিব্বা প্রভৃতি শৃঙ্গ জয় করেছেন। তাঁর এই অভিযানে নেপাল সরকার ড্রোন এবং হেলিকপ্টারে নজরদারী রাখার কথা জানিয়েছেন। সব কিছু ঠিক থাকলে বাংলা এবং গোটা ভারতবর্ষের কাছে একটা দৃষ্টান্ত হতে চলেছে।

About Prabir Mondal

Check Also

অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস, ভর্তি কমান্ড হাসপাতালে

টুডে নিউজ সার্ভিসঃ অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে ভর্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *