দেবনাথ মোদক, বাঁকুড়াঃ রামনবমীর আগে তুঙ্গে তরজা। এবার রাম নবমী শোভাযাত্রার প্রস্তুতি ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার খাতড়া শহরে। শোভাযাত্রার আগে টাঙানো গৈরিক ধ্বজ খুলে দেওয়ার অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে সরব হলো খাতড়া রামনবমী শোভাযাত্রা সমিতি। মঙ্গলবার সন্ধ্যায় খাতড়া বাজারের ইন্দপুর সিআই অফিসের সামনে সমিতির সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবি, অন্যান্য রাজনৈতিক দলের মত তারাও ইন্দপুর সিআই অফিসের বাউন্ডারির দেওয়ালে গৈরিক পতাকা লাগিয়েছিল, অথচ পুলিশ তা সরিয়ে দিয়েছে। বিক্ষোভকারীরা প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে স্লোগান তোলেন ও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তবে পুলিশ জানায়, একটি সরকারি অফিসের সীমানা প্রাচীরে (ইন্দপুর সিআই কম্পাউন্ড) অনুমতি না নিয়ে, রাতের অন্ধকারে এভাবে পতাকা টাঙানো হওয়ায় তা খুলে ফেলা হয়েছে।
