টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ইট ভাটার মধ্যে ৭ বছরের নাবালিকাকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের ঘটনায় সোমবার বর্ধমান মহিলা থানা পুলিশের হাতে গ্রেফতার করে আইসক্রিম বিক্রেতা সুভাষ বিশ্বাসকে। তার বাড়ি শক্তিগড়ের হীরাগাছি জ্যোতিপল্লী এলাকায়। এদিনই থাকে বর্ধমান আদালতে পকসো কোর্টে তোলা হয়। জানা গেছে, শুক্রবার বর্ধমান থানার অধীন নান্দুড় এলাকায় এক ইট ভাটায় রাঁচি থেকে আসা শ্রমিক দম্পতি তাঁদের ৭ বছরের নাবালিকাকে রেখে কাজ করছিলেন। ওই সময় ওই এলাকায় আইসক্রিম বিক্রেতা আসে এবং ঐ নাবালিকাকে আইসক্রিমের প্রলোভন দেখিয়ে সে এই ঘটনা ঘটিয়েছে।
প্রথমে নাবালিকা তার পরিবারকে কিছু জানায়নি। শনিবার নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে ওই দম্পতি ইট ভাটায় কর্তৃপক্ষকে জানায়। এরপর স্থানীয় একটি ওষুধের দোকান নাবালিকাকে নিয়ে যায় দম্পতি । তখন সেই চিকিৎসককে বলা হয় যে খেলতে গিয়ে বাচ্চাটি আঘাত পেয়েছে কিন্তু ওষুধ দোকানদারের সন্দেহ হয় তখনি তিনি ফোন মাধ্যমে ওই ইট ভাটার মালিকের সঙ্গে কথা বলেন এবং তিনি বলেন বাচ্চাটিকে অবিলম্বে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে তখনই ভাটার মালিক জানান আজকের দিনটার মতন ওষুধ দিয়ে দিন ব্যথা কমানোর আমরা কালই নিয়ে যাব। সেই কথামতো এই চিকিৎসক পেন কিলার ও একটি গ্যাসের ওষুধ দেন কিন্তু তবুও ওই ওষুধের দোকানদার হাসপাতালে নিয়ে যেতে বলেন। খবর পেয়ে সেখানে পৌঁছোয় বর্ধমান মহিলা থানার পুলিশ। পুলিশই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নাবালিকাকে চিকিৎসার জন্য পাঠায়। নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে শুরু করে পুলিশ এবং অভিযুক্তকে গ্রেফতার করে।