টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ বেলা ফুরায় তবুও বাইরেই ঠাঁই। পুত্র আর পুত্রবধূর অত্যাচারে অসহায় ৮৫ বছরের বৃদ্ধ মা কাঁদছে নিউ টাউনশিপ থানার দক্ষিণ পল্লীর দুর্গা মন্দিরের আটচালাতে। জানা গেছে, একসময় দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত্ব এমএমসি কারখানায় চাকরি করতেন শ্রীকান্ত বর্মন। তিনি আবার ছিলেন কংগ্রেস শ্রমিক সংগঠনের সাথে যুক্ত। তার স্ত্রী বেলারারানী বর্মন এমএমসি হাসপাতালের আয়া। পরে দুর্গাপুর ইস্পাত হাসপাতালের আয়া ছিলেন। তাদের দুই ছেলে রয়েছে। ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন আর বড় ছেলে জয়ন্ত বর্মন ঘর জামাই। তার স্বামী মারা যায়। বয়স বাড়ায় বেলারানীরও অবসর হয়ে যায়। তারপর বড় ছেলে জয়ন্ত বর্মনের আউসগ্রামের শ্বশুরবাড়িতে বেলারানী ঠাঁই নিয়েছিলেন। সাত দিন আগে তার ছেলে বৌমা মিলে তাকে বের করে দেয় বাড়ি থেকে বলে অভিযোগ। তারপরেই অসহায় অবস্থায় কাঁদতে কাঁদতে পূর্ব বর্ধমানের আউসগ্রাম ছেড়ে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার দক্ষিণ পল্লীর একটি দুর্গামন্দিরে আশ্রয় নেন। মশারি খাবার আর জলের ব্যবস্থা করেন স্থানীয় রাই।
