Breaking News

আমফান – লকডাউন – কোভিড – যশ

টুডে নিউজ সার্ভিসঃ একের পর এক ধাক্কা লেগেই আছে ! তার মধ্যে আমাদের সুন্দরবন … 

যাইহোক , আমফান হোক বা কোভিড ইত্যাদি সমস্ত কিছুতেই আপনাদের কাছে নির্লজ্জের মত হাত পেতেছি এবং আপনারাও দুহাত ভড়ে সাহায্য পাঠিয়েছেন এবারেও আবেদন জানাচ্ছি ঘরছাড়া মানুষদের পাশে যতটা সম্ভব এগিয়ে আসুন । 

মানুষ, বন্যপ্রানী এক হয়ে প্রায় বসবাস করছে, খাবার জল টুকুও নেই বলাও চলে । জলবায়ু রোগের প্রভাব প্রবল সম্ভবনা । ১৪০ টি বাঁধ ভেঙ্গে জল ঢুকছে , আজ রাতে ও আগামীকাল সকালে জলপ্লাবনের সম্ভবনা আছে । বর্তমানে হাইস্কুল এবং ফ্লাড শেল্টার মানুষের আশ্রয়স্থল । 

বর্তমানে যেটা সবচেয়ে জরুরী 

ORS , পানীয় জল , সাবান , স্যানিটাইজার, শুকনো খাবার , বেশ কিছু ওষুধ 

আমাদের প্রাথমিক গন্তব্য 

সন্দেশখালি ১ , সন্দেশখালি ২ , হাসনাবাদ , হিঙ্গলগঞ্জ 

যে যা পারবেন যেটুকু পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দিন 

ফোন করতে পারেন – 7585004905/ 9046706009

Phone Pe / Google Pay / Paytm – 7585004905

About Burdwan Today

Check Also

মায়ের ঘরে আগুন লাগানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর ও মায়ের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে ছেলেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *