শঙ্কু কর্মকার, কাটোয়াঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী। সোমবার জন্মজয়ন্তী উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে মহাসমারোহে পালিত হচ্ছে এই দিনটি, তেমনি কাটোয়া পৌরসভার উপ পৌরপ্রধান লখিন্দর মন্ডল-এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই ২৩০ জনের উপরে রক্ত দাতা রক্তদান করেন। এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেস রাজ্য সহ-সভাপতি ও পূর্ব বর্ধমান জেলা সভাপতি এবং কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
এদিনের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কাটোয়া পৌরসভার উপ-পৌরপ্রধান লখিন্দর মন্ডল জানান, বর্তমান পরিস্থিতিতে রক্তের সংকট দেখা দিয়েছে, সেই রক্তের সংকট কিছুটা কমাতে এই রক্তদানের আয়োজন। পাশাপাশি তিনি আরও জানান, এই কাটোয়া শহরের উপর নির্ভর করে তিনটি জেলার মানুষ, কাটোয়া ব্লাড ব্যাংকে রক্ত কম থাকায় মানুষের জীবন বাঁচাতে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন।
Social