মন্তেশ্বর কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ মাতালেন অঙ্কুশ ও ঔন্দ্রিলা

Burdwan Today News Service
2 Min Read
মন্তেশ্বর কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ মাতালেন অঙ্কুশ ও ঔন্দ্রিলা

জ্যোতির্ময় মন্ডল(মন্তেশ্বর)পূর্ব বর্ধমানঃ  গৌরমোহন রায় কলেজের ছাত্র সংসদের পরিচালনায় কলেজ প্রাঙ্গণের মাঠে মন্তেশ্বর কলেজের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের দুদিনের এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সিনেমা জগতের নামকরা নায়ক অঙ্কুশ হাজরা ও ঔন্দ্রিলা সেন এর সঙ্গে নারী চরিত্র বেজায় জটিল সিনেমার পরিবারের লোকজন। জি বাংলার, ও নেট দুনিয়ার খ্যাত রক্তিম চৌধুরী সহ সঙ্গীত শিল্পীদের দ্বারা ভরপুর হিন্দি বাংলা নাচ গানের দ্বারা মঞ্চ মাতানোরা মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের ভীষণ আনন্দ উৎসাহের সঙ্গে কলেজের দুই দিনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।

 


এই অনুষ্ঠানে কলেজের সমস্ত ছাত্র-ছাত্রী ও কলেজের বাইরেও মহিলা সহ প্রচুর সাধারণ মানুষের ভীড়ে কলেজ কানায় কানায় পূর্ণ। তারাও অনুষ্ঠানের আনন্দ উপভোগ করে। এই অনুষ্ঠানটি চলে রাত প্রায় ৯টা পর্যন্ত।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই, কলেজের সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মেমারি দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুডু হালদার, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রকিবুল ইসলাম, মৎস্য কর্মদক্ষ হিল্লোল বন্ধু সহ মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধানএবং আরো অনেকে।

 

 কলেজের মধ্যে এবং অনুষ্ঠান শেষে কোন আইনশৃঙ্খলা অবনতি না হয় তার জন্য কালনার এসডিপিও ও মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতির উপস্থিতিতে কলেজের ভিতর এবং বাহিরে মন্তেশ্বর থানার পুলিশ বাইনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে সাধারণ মানুষজনদের প্রচন্ড ভিড়কে নিয়ন্ত্রণ করে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে মাঝে মাঝে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ কেও হস্তক্ষেপ করতে দেখা যায়। অনুষ্ঠানটি নির্বিঘ্নে সুষ্ঠুভাবে শেষ হওয়ায় সবাই খুশি।কলেজের বাৎসরিক অনুষ্ঠান সম্পর্কে ছাত্র-ছাত্রীরা ও অনুষ্ঠানে আসা জি বাংলা খাত শিল্পী রক্তিম চৌধুরীএই বিষয়ে আমাদের কি জানালেন দেখুন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *