টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ হাইকোর্টের নির্দেশে বেআইনি নিমার্ণ ভাঙলো পুরসভা। এই বাড়িতেই তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। এবার তা ভাঙা হতেই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বর্ধমান শহরের ২ নম্বর ইছলাবাদের একটি পুকুরের পাড়ে ছিল ওই ‘পার্টি অফিস’। শুক্রবারে তা ভাঙার কাজে বর্ধমান পৌরসভা। কিন্তু, পুরো নির্মাণই বেআইনি। অভিযোগ, এলাকার তৃণমূল নেতাদের মদতেই ওই বাড়ি গড়ে উঠেছিল। কিন্তু, কোনো অনুমোদন ছিল না। জল হাইকোর্টে গড়াতেই আসে ভাঙার নির্দেশ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুভায়ু কাশ্যপী বলছেন, “এই বাড়ি বেআইনি। সেটা ভাঙার নির্দেশ ছিল হাইকোর্ট থেকে। সেই নির্দেশ কার্যকর করতেই আমরা সকালে এখানে আসি। সকাল থেকেই ভাঙার কাজ করছি।” যদিও স্থানীয় তৃণমূল নেতারা বাড়িতে পার্টি অফিস তৈরি করা হয়েছিল বলে মানতে নারাজ।
স্থানীয় কাউন্সিলরের স্বামী স্বপন দাস বলছেন, ওটা পার্টি অফিস নয়। এলাকার ছেলেরা এখানে বিশ্বকর্মা পুজো করত। তৃণমূলের ছেলেরা এখানে বসতো। তবে ভোটের সময় যে ওই বাড়ি ব্যবহার করা হয়েছিল তা মানছেন তিনি। তাঁর আরও দাবি, তাঁরা বেআইনি বাড়ি ভাঙার বিরুদ্ধে নন। তাঁর কথায়, এটা পুরোটাই পুকুরের জায়াগা। আমরাই সংস্কারের কথা বলেছিলাম। পৌরসভাকেও জানানো হয়েছিল। এখন তো বাড়ি ভাঙতেও আমরা সহযোগিতা করছি।
