Breaking News

এক ব্যক্তির দুই এপিক নম্বরে দুটি কার্ড, এবার বর্ধমানে মিললো এমন ভোটারের হদিস

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ভোটার তালিকায় একই ব‍্যক্তির নাম পাশাপাশি দুটি জেলায়! নজরে আনলেন শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। জানা যায়, হিরুলাল মণ্ডল নামে এক ব‍্য‍াক্তির নাম পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর ২৬৬নং অংশে থাকার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা হুগলির পান্ডুয়া বিধানসভার বাঁটিকা বৈঁচি গ্রাম পঞ্চায়েতের ৩৬নং অংশে রয়েছে এবং এই ব্যক্তির নামে দুটি ভোটার তালিকাতে আলাদা দুটি এপিক নাম্বার।

এদিন মেমারি-১ ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর এলাকায় ভোটার তালিকা যাচাই করার সময় বিষয়টি নজরে আনলেন মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী।


এদিকে হিরুলাল মণ্ডল জানান, যে বিষয়টি জানার পরই তিনি পান্ডুয়া বিধানসভার বাঁটিকা বৈঁচি ভোটার তালিকা থেকে তার নাম বাতিল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। কিন্তু কিভাবে ভীন জেলার ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হলো? এই বিষয়ে তিনি জানান যে, তিনি আলিপুরের ২৬৬নং অংশেরই বাসিন্দা, পারিবারিক সমস্যার কারণে তিনি বাঁটিকা বৈঁচিতে বসবাস করতেন, তাই সেই সময় হয়তো সেখানকার ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে,  তিনি মেমারির দেবীপুর স্টেশন দক্ষিণ বাজারে ব্যবসা করেন এবং তার  জন্মস্থান এই দেবীপুরের আলিপুরে রয়েছে তার নামে বিষয় সম্পত্তি। মেমারির এই ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

About Prabir Mondal

Check Also

আট বছরের পুরনো মামলায় দোষী সাব্যস্ত হয়েই হাসপাতালে ৪ তৃণমূল নেতা, সাজা ঘোষণা স্থগিত রাখলো আদালত

প্রবীর মণ্ডল, বর্ধমানঃ আট বছরের পুরনো তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ মামলায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *