Breaking News

নল বসেছে, জল আসেনি! গর্তে জমা জল খেয়েই দিন কাটাচ্ছে জঙ্গলমহলের পাতাজুবা গ্রাম

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ নল বসেছে, কিন্তু সেই নল দিয়ে আজ পর্যন্ত এক ফোঁটাও জল পড়েনি। গ্রামে নলকূপ আছে। কিন্তু, টিলার উপর থাকা সেই গ্রামের নলকূপে দ্রুত নামছে জলস্তর। মাঝেমধ্যে বিকলও হয়ে যাচ্ছে। অগত্যা ৩০০ মিটার পাহাড় ও জঙ্গলের দুর্গম পথ পেরিয়ে পাহাড়তলির ছোট্ট গর্তে জমে থাকা জল তুলেই মেটাতে হচ্ছে পানীয় জলের চাহিদা। এভাবেই দিন কাটছে জঙ্গলমহলের পাতাজুবা গ্রামের মানুষদের।
চারদিকে ঘন জঙ্গল, আশপাশে অসংখ্য টিলা। এরকমই একটি বড় টিলার উপর রয়েছে পাতাজুবা গ্রাম। সব মিলিয়ে ২৮টি পরিবারের বসবাস। কিন্তু, জলের অভাবে ধুঁকছে গোটা গ্রাম। পাহাড়তলিতে থাকা একটি পুকুরের জলে স্নান ও গৃহস্থলির জলের চাহিদা পূরণ হলেও গ্রীষ্মকাল আসতেই ক্রমশ তীব্র আকার নিচ্ছে পানীয় জলের অভাব। পানীয় জল পৌঁছানোর লক্ষ্যে বছর খানেক আগে নল বসানো হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু, অজানা কোনও কারণে সেই নলের মুখ থেকে এক ফোঁটা জলও পাননি গ্রামের মানুষ।

About Prabir Mondal

Check Also

ফেসবুকে আলাপ, ১০ লাখের গয়না হাতাতেই খুন বান্ধবীকে!

টুডে নিউজ সার্ভিস, বিধাননগরঃ ফেসবুকেই আলাপ। আলাপ প্রেমে গড়াতে সময় নেয়নি। সোশ্যাল মিডিয়ার বান্ধবীর সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *