টুডে নিউজ সার্ভিসঃ শান্তিনিকেতনে রবীন্দ্রভবন ব্যতীত, আশ্রম প্রাঙ্গণে ঢুকতে গেলে নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালো বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই মুহূর্তেই খুলে যাচ্ছে না বিশ্বভারতী ক্যাম্পাস যেহেতু বিশ্বভারতী ক্যাম্পাস ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে তাই সমস্ত দিক বিচার বিবেচনা করে খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য তা একেবারেই আলোচনা পর্যায়ে রয়েছে বা পুরো বিষয়টি নিয়ে আলোচনা চলছে এখনও পর্যন্ত। এছাড়া বিশ্বভারতী আশ্রম এলাকা কেউ যদি কোন পর্যটক ঘুরে দেখতে চান এই মুহূর্তে তাহলে কমপক্ষে দু’সপ্তাহ আগে জনসংযোগ আধিকারিক এর কাছে মেইল মারফত যোগা যোগ করে আশ্রম এলাকা ঘুরে দেখা যেতে পারে। তবে এই মুহূর্তেই আশ্রম এলাকা পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে না। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালো বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে রবিবার ও বুধবার বাদে অন্য দিনগুলিতে দুপুর দেড়টার পর অর্থাৎ পাঠভবন ছুটি হওয়ার পর পর্যটকরা আশ্রম চত্বরে প্রবেশ করতে পারবে কিনা তা বিবেচনা করে দেখা হবে।
আর দুদিন আগেই বিশ্বভারতীর নতুন স্থায়ী পদে নিযুক্ত উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানান, তিনি নতুন করে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে যেসব এলাকা পর্যটকদের জন্য এতদিন ধরে বন্ধ ছিল সেগুলো খুলে দিতে চান। যাতে কোনোভাবেই আর ঘেরাটোপে না থাকে বিশ্বভারতী পর্যটকদের কাছে। যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চাননি। আর সেই সব কিছু খুলে যাবার কথা জেনেই হৈ চৈ হুল্লোড় পড়ে যায় চারিদিকে। যে ব্যক্তি আগের উপাচার্য সব কিছু বন্ধ করে দিয়ে আলোচনার শিরোনামে উঠে আসেন বিদুৎ চক্রবর্তী। তাঁর সেই নির্দেশ উঠে যাওয়ার খবর পেয়ে শনিবার কলকাতা থেকে আগত পর্যটকরা খুব খুশি হন। তাঁদের কথায় আমরা ছুটে আসি এই প্রাণের জায়গায় শুধু সোনাঝুড়ির হাট আর কোপাই নদী দেখতে নয়। আমরা আসি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির এই কবির প্রিয় শান্তিনিকেতনে দেখতে। যেখান থেকে আমরা জানতে পারি তাঁর কথা, তাঁর নানা সৃষ্টির ইতিহাস। কিন্তু সেটাই যদি আবার বন্ধ করে দেওয়া হয় তাহলে আর কি করবো আমরা ছুটে এসে এই জায়গায়। পর্যটকরা তো কিছু পেতেই আসেন এই জায়গায় সেটাই বন্ধ হলে তো আর কিছুই করার নেয়। এই নোটিসে আজ সকালে আসা পর্যটকরা ফের হতাশ। আর হোটেল রিসর্ট এর ব্যবসা করা লোকদের মতে একটা ভালো খবর পেয়ে আমরা সবাই বেশ খুশি হয়েছিলাম কিন্তু এই নতুন নোটিশ জারি করে সেটা আবার বন্ধ করে দেওয়া হলো। কার্যত এই নোটিশ পেয়ে হতাশ পর্যটক, ব্যবসায়ী সকলেই।