টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ নয়নজুলিতে পড়লো ডাক বিভাগের, ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পুরগুনা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মেমারি মন্তেশ্বর রুটের ওপর। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতগেছিয়ার দিক থেকে আসছিল ডাক বিভাগের একটি মারুতি ভ্যান এবং মন্তেশ্বরের দিকে যাচ্ছিল এবং অপর দিক অর্থাৎ মন্তেশ্বরের দিক থেকে সাতগেছিয়ার দিকে যাচ্ছিল একটি বাইক। বাইকটি দ্রুত গতিতে থাকায় বাইক-কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ডাক বিভাগের গাড়িটি রাস্তার পাশের নয়নজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
Tags Accident burdwan district west bengal
Check Also
বিপুল পরিমাণ চোলাই মদ সহ গ্রেফতার এক
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ চোলাইয়ের বিরুদ্ধে মন্তেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার চোলাই মদ …
Social