টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বাংলাদেশে যে ঘটনা ঘটছে লাগাতার হিন্দুদের উপর নির্যাতন, এরই মধ্যে পরিস্থিতির লাভ নেওয়ার জন্য ফিরহাদ হাকিম তিনি যে মন্তব্য করেছেন যেটা আমি মনে করি পুরোপুরি প্ল্যান করে উদ্দেশ্য প্রণোদিতভাবেই মন্তব্যটি করা হয়েছে। ফিরহাদ হাকিমের মন্তব্যের পরে মমতা ব্যানার্জী যদিও সোমবার মুখ খুলেছেন, তিনি ফিরহাদ হাকিমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটা হালকা টিপ্পনী করেছেন। কিন্তু সেটা যথেষ্ট নয় কারণ বাংলাদেশের যে ঝড় চলছে সেই ঝড় এখানে আনার একটা পরিকল্পনা করছে ফিরহাদ হাকিম। অবিলম্বে ফিরহাদ হাকিম-এর বিরুদ্ধে এনআইএ তদন্তের দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
সোমবার সদস্যপদ অভিযানে বর্ধমান এসে বর্ধমান সদর বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন এই সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাংলাদেশ থেকে পশ্চিমবাংলার মানুষ শিক্ষা নিন এই আবেদন বাংলার প্রতিটা মানুষকে করতে চাই। তিনি আরও বলেন, ভাঙরে দাঁড়িয়ে তৃণমূলের দলের নেতাই বলছে ২৫ লক্ষ টাকা দিয়ে আরাবুলের থেকে প্রধানের সিট নিয়েছি, রাজ্যের নেতাদের সামনে দাঁড়িয়ে বলছে। এর বিরুদ্ধে কিছু ব্যবস্থা হয়েছে? চুপ রয়েছে মমতা ব্যানার্জী। আমি পরিষ্কার বলবো, এই জাতীয় যারা তোলাবাজি করে আসছে, কাটমানি খেয়ে আসছে তাদের কথা আমরা বারবার বলেছি কিন্তু বাস্তবে কোনো কিছুই হয়নি।