টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সেহারাবাজার আউটপোস্টের পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিতকরণ করে মোগলমারী ও মিরাপোতা বাজার সংলগ্ন এলাকায় সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল বলে জানা যায়। জানা যায়, এদিন সকাল থেকে সারাদিনব্যাপী সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হাতিয়ার করে মিরেপোতা বাজার ও মোগলমারী বাজারে একটি র্যালির আয়োজন করা হয়। এই র্যালির মাধ্যমে হেলমেট বিহীন অবস্থায় যাতায়াত বন্ধ করা, দ্রুত গতিতে গাড়ি চালানো যাতে বন্ধ হয় জন্য সচেতন করা হয় প্রত্যেকটা গাড়িচালকদের। বর্ধমান আরামবাগ রুটে দুর্ঘটনা রুখতে জেলা পুলিশের উদ্যোগে সেহারাবাজার আউটপোস্টের পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এমনই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেহারা আউটপোস্টের আইসি রাহুল দাস, রায়না থানার সাব ইন্সপেক্টর অরিত্র আচার্য্য ও সেহারাবাজার ট্রাফিক গার্ডের ওসি রক্তিম দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
