টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের নান্দুরের ঝাপানতলায় ২৫ বছরের আদিবাসী তরুণী খুনের কিনারা করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। অবশেষে ঘটনার ১০ দিনের মাথায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম অজয় টুডু (২৮)। সে নিহত প্রিয়াঙ্কা হাঁসদার ঘনিষ্ঠ বন্ধু। বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরার কাকরাপুঞ্জি গ্রামে। এদিন তাকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাউর থেকে ধরেছে সিট। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হবে।
