টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ টোটোতে গ্রামে গ্রামে সবজি বিক্রি করে অভাবের সঙ্গে লড়াইয়ে ভরসা পূর্ব বর্ধমান জেলার পালসিটের রূপা মণ্ডল। প্রতিদিন ভোর ৪ টেয় উঠে মেমারি থেকে সবজি সংগ্রহ করে এনে নিজেই টোটো চালিয়ে বেরিয়ে পড়ে গ্রামে গ্রামে সেই সবজি বিক্রির উদ্দেশ্যে। সংসারের বোঝা রূপার দুই কাঁধে। সেই বোঝা কাঁধে নিয়ে মাথা উঁচু করে দিব্যি প্রতিদিন কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। রূপা মণ্ডলের বাড়ি পূর্ব বর্ধমানের পালসিটের এলাকায়। বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকেন রূপা।
কেন এই পেশায় এলেন? প্রশ্ন করতেই রূপা মণ্ডল বলেন, সংসারে রোজগারের আর কেউ নেই। বাড়িতে ছেলে-মেয়ে ছাড়া কেউ নেই, তারা পড়াশোনা করছে। আগে স্টেশনারি দোকান ছিল কিন্তু ধার পড়ে যাচ্ছে। আর এখন অন্য কোথাও কাজ করলে ঠিক মতো টাকা পাওয়া যায় না। তাই নিজের স্বাধীন ব্যবসার জন্য ঋণ করে টোটো কিনে এই সবজি ব্যবসা শুরু করেছি।
