টুডে নিউজ সার্ভিস, কালনাঃ পূর্ব বর্ধমান জেলার কালনা দু’নম্বর ব্লকের বিডিও-র তৎপরতায় বন্ধ হয়ে যাওয়া স্কুল খুললো বৃহস্পতিবার। এদিন স্কুলের নির্দিষ্ট সময়ে এলেন নতুন দিদিমণি শুরু করলেন পড়ানো। আর এর ফলেই খুশি অভিভাবকরা। উল্লেখ্য শ্বাসপুর রামকৃষ্ণ পল্লী শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকার রিটারমেন্টের পর স্কুল হয়ে যায় বন্ধ। সেই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়। বিডিও অফিসে ধর্নায় বসে স্কুলের পড়ুয়ারা এবং বিডিও আশ্বাস দেন স্কুল চালু হবে। এরপরই এদিন স্কুলে ঠিক সময়ে এসে নতুন দিদিমনি শুরু করেন পড়ানো। ফলে খুশি অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা।
