জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত বাসুদেব বাগ, রানা বাগ এরা দুই জনই মন্তেশ্বরের মামুদপুর গ্রামের বাসিন্দা। ধৃত অপরজন পাকু হাজরা মন্তেশ্বরের শুশুনিয়া অঞ্চলের কুলি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তিনজন ব্যক্তি মামুদপুর গ্রামের বাজার মোড়ে এলাকার বাসিন্দাদের প্রচন্ড গালিগালাজ ও অশান্তি সৃষ্টি করতে থাকে। তখনি এলাকাবাসী পুলিশকে খবর দিলে মামুদপুর বাজার মোড় এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করে। শুক্রবার ধৃত তিনজনকে কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।
