টুডে নিউজ সার্ভিসঃ ঘুমের দেশে চলে গেলেন বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম শিল্পী সমরেশ মজুমদার। সাতকাহন থেকে গর্ভধারিনী, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, অর্জুন, মেজরের অ্যাডভেঞ্চার সহ বাংলা সাহিত্যের একের পর এক ক্লাসিক সৃষ্টির রূপকার অমৃত লোকের পাড়ি দিলেন। দীর্ঘ অসুস্থতার পর বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে বিকেল ৫ টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত ২৫ এপ্রিল সিওপিডির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর টানা কয়েক সপ্তাহ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সংগ্রাম চালিয়েছেন হাসপাতালের বেডেই। অবশেষে সোমবার জীবন যুদ্ধে হেরে গিয়ে মৃত্যুমুখে গমন করেছেন এই প্রখ্যাত সাহিত্যিক।
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৯ বছর।
বাংলা সাহিত্যের লব্ধপ্রতিষ্ঠ কথাকার সমরেশ মজুমদারের বিখ্যাত গ্রন্থগুলি হল : দৌড়, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, উত্তরাধিকার, অর্জুন সমগ্র, সাতকাহন ইত্যাদি।
পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে সমরেশ মজুমদারকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি সাহিত্য অকাদেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কারসহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।
সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল।
মমতা বন্দ্যোপাধ্যায়
Social