টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিভিন্ন গণদাবি নিয়ে বর্ধমানের কার্জন গেট চত্বরে বিক্ষোভে সামিল হল এসইউসিআই (কমিউনিস্ট) দলের কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার বর্ধমান স্টেশন থেকে শুরু হওয়া মিছিল জেলাশাসক দপ্তরের দিকে এগোতেই পুলিশি বাধার মুখে পড়ে, ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের দাবিগুলির মধ্যে ছিল, অভয়াকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি, মেডিকেল কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ‘থ্রেট কালচার’ বন্ধ, ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের লাগাম টানা, জেলার ২৭২টি সরকারি বিদ্যালয় বন্ধের নোটিশ প্রত্যাহার, খেতমজুর সহ সকলের সারাবছরের কাজের নিশ্চয়তা, শিক্ষা ও চিকিৎসার অধিকার সুনিশ্চিতকরণ এবং ভেজাল ওষুধের কারবার বন্ধসহ ওষুধের দাম নিয়ন্ত্রণ।
এদিন পুলিশি প্রতিরোধ উপেক্ষা করেই এসইউসিআই নেতাকর্মীরা অতিরিক্ত জেলাশাসকের কাছে তাদের দাবির ভিত্তিতে লিখিত ডেপুটেশন জমা দেন।
পূর্ব বর্ধমান জেলা সম্পাদক ডা. তাসবিরুল ইসলাম জানান, “এই আন্দোলন শুধু বর্ধমান নয়, গোটা রাজ্যজুড়ে ছড়িয়ে পড়বে।” পাশাপাশি, তিনি সুপ্রিম কোর্টের শিক্ষক নিয়োগ বাতিলের রায় নিয়ে প্রশ্ন তুলে বলেন, “নিয়োগ দুর্নীতিগ্রস্ত ছিল, তবে অনেক মেধাবীও চাকরি পেয়েছিলেন। এই রায়ে তাঁদেরও চাকরি গেল, সেটা কতটা ন্যায়সঙ্গত?”