Breaking News

শক্তিগড়ে অনুব্রতর ব্রেকফাস্ট টেবিলে কারা? সামনে এল পরিচয়

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ   আসানসোল থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে মঙ্গলবার বর্ধমানের শক্তিগড়ে ব্রেকফাস্ট সারলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এদিন শক্তিগড়ে অনুব্রতর ব্রেকফাস্ট চলাকালীন সময়ে তিনজন রহস্যময় ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ কর্মীদের উপস্থিতিতেই একই টেবিলে কিভাবে কেষ্ট মন্ডল ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সঙ্গে কথা বলছিলেন এবং শলা পরামর্শ করছিলেন তা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বড়োসড়ো কোনো পরিবর্তন না হলে কেষ্ট মণ্ডল-এর দিল্লি যাত্রা প্রায় পাকা। তার আগে এদিন আসানসোল থেকে অনুব্রতকে দু’নম্বর জাতীয় সড়ক হয়ে কলকাতা নিয়ে যাওয়া হয়। কলকাতা যাওয়ার পথে জাতীয় সড়কের পাশে শক্তিগড়ে একটি হোটেলে অনুব্রত মণ্ডলকে পুলিশি ঘেরাটোপে ব্রেকফাস্ট করতে দেখা যায়। তবে প্রাতঃরাশের টেবিলে পুলিশ কর্মীদের উপস্থিতিতে রহস্যময় তিন ব্যক্তির উপস্থিতি নিয়ে আলোড়ন ছড়িয়েছে। সূত্রের খবর অনুব্রতর খাবারের টেবিলে উপস্থিত তিনজনের মধ্যে একজন কৃপাময় ঘোষ, সুকন্যার ড্রাইভার তুফান মিদ্দা, জাম্বনির ছোটন সিং।

এদিন দোকানের মালিক শেখ আমরুল হক বলেন, ‘অনুব্রত মণ্ডল চারটি কচুরি এবং ছোলার ডাল দেওয়া হয়েছিল। তারপর স্পেশাল ল্যাংচা এবং রাজভোগ। আমাদের দোকানে উনি আগেও খেয়েছেন। ঝালমুড়ি আর লাল চা খেতে ভালবাসেন। কিন্তু আজ আর চা খাননি।’‌ 

About Burdwan Today

Check Also

ধর্মঘট প্রত্যাহার ব্যবসায়ীদের, বৃহস্পতিবার থেকে বাজারে স্বাভাবিক হবে আলুর যোগান

টুডে নিউজ সার্ভিসঃ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার। আলুর সঙ্কট কাটাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *