টুডে নিউজ সার্ভিস, উত্তর ২৪ পরগনাঃ উত্তর ২৪ পরগনা গাইঘাটাতে গাইঘাটা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিজয়া সম্মেলনে যোগ দিয়েছিলেন রাজ্যের নারী শিশু সমাজকল্যাণ ও শিল্প বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শশী পাঁজা বলেন, “দলের মধ্যে উপদলের কোনো জায়গা নেই। আমাদের একটাই দল একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ঊর্ধ্বে কেউ নয় মাঝে মাঝে এটা কেউ কেউ ভুলে যায়।” তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, তারা পুজো করেন কিন্তু অসুরের জায়গায় দেশের পিতা মহাত্মা গান্ধীকে রাখেন।
এদিনের বিজয়া সম্মেলনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপদল প্রসঙ্গে শশী পাঁজা বলেন‚ আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হার থেকে আমরা শিক্ষা নিই। দলের মধ্যে অভিমান থাকে যেহেতু বিজয়া সম্মেলন সেখানে আমরা এই বার্তা দিলাম দলের মধ্যে কোনো উপদলের জায়গা নেই। আমাদের একটাই দল একটাই পরিবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।