অর্ঘ্য ব্যানার্জি, বর্ধমানঃ ফের বর্ধমানের পথ দুর্ঘটনায় বলি এক। শনিবার বর্ধমান জাতীয় সড়কে বর্ধমান দু’নম্বর ব্লকের শক্তিগড় থানার অন্তর্গত বাম বটতলা এলাকায় জাতীয় সড়কের লরির ধাক্কায় প্রাণ গেল বছর ছিয়াত্তরের শাহ ফকরুল ইসলাম। সূত্রে জানা যায়, তিনি সাহাপুরের বাসিন্দা।
এদিন বর্ধমান গামী জাতীয় সড়ক ধরে সাইকেলে করে ব্যাংকে যাচ্ছিলেন। সেই সময় পেছন দিক থেকে একটা লড়ি তাকে ধাক্কা মেরে পিষে দেয় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনাস্থল থেকে ঘাতক গাড়ি পালিয়ে যায়। ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসে শক্তিগড় থানার পুলিশ ও স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ মর্গে পাঠায়। দুর্ঘটনার ছেড়ে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।