পাপু লোহার, কাঁকসাঃ পানাগড় গণেশ উৎসব কমিটির গণেশ পুজো এবছর ৮ম তম বর্ষে পড়ল। পানাগড় গ্রাম উদগ্রীব ছিল উদ্বোধন অনুষ্ঠান দেখতে। এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে পুজো উদ্বোধন করেন দু’টাকার মাস্টার মশাই তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আউসগ্রাম ব্লকের রামনগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়। তিনি সারা বছর পড়ুয়াদের টিউশন পড়ান মাত্র ২ টাকার বিনিময়ে। এদিনের অনুষ্ঠানে তাঁকে দেখতে যথেষ্ট মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন
এই উদ্বোধনী অনুষ্ঠানের শেষে পাঁচ জন থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার ব্যায়ভার গ্রহণ করেন তিনি। পাশাপাশি এই দিন পুজো ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পানাগাড়ের গণেশ পুজোকে ঘিরে উৎসবে মেতে উঠেছে এলাকার সকলে।
Social