Breaking News

রবিবার মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

টুডে নিউজ সার্ভিসঃ আলিপুর বডিগার্ড লাইন্সে দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের মঞ্চ থেকে জেলার বিভিন্ন পুজো উদ্বোধন করেন রবিবার বিকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকে অপরাধ শনাক্তকরণের ক্ষেত্রে মহিলাদের বড় দায়িত্ব দিলেন তিনি। অপরাধ এবং অপরাধীদের শনাক্ত করিয়ে দিতে পারলেই তাঁরা ১০০টি পুরস্কার পাবেন, একই সঙ্গে পাবেন চাকরিও। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, “চারিদিকে যা ক্রাইম হচ্ছে, তাতে শনাক্ত করার জন্য মেয়েদেরকে দায়িত্ব নিতে হবে। ইউটিউবে যে সমস্ত বাজে বাজে ভিডিও দেখানো হচ্ছে তা দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে। ছোটদের মধ্যেও অপরাধের প্রবণতা বেড়ে গিয়েছে। আমি বারবার বলি, সিরিয়ালে কখনও ক্রাইম দেখাবেন না। এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে। যাঁরা এসব তৈরি করছেন তাঁদের কি কোনো দায়বদ্ধতা নেই, দায়িত্বশীলতা নেই! শুধু কি পুলিশকে গালমন্দ করলেই হবে?”
এরপরেই তিনি মহিলাদের উদ্দেশ্যে জানান, “যখন দেখবেন সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও ছড়ানো হচ্ছে, সেখানে ফেক লিখবেন। এরপর কলকাতা পুলিশের সাইবার ক্রাইমকে সেটা পাঠিয়ে দেবেন। আপনারাই পারবেন এই কাজ করতে। সাইবার ক্রাইম ধরিয়ে দিলেই মহিলাদের পুরস্কার এবং চাকরিও। আপনারা যাঁরা সমাজটাকে ভাল চেনেন তাঁদের বলব, দায়িত্ব আপনারাই নিন।” এরপরে পুলিশের উদ্দেশ্যে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “যে সমস্ত মহিলা এই অপরাধীদের ধরে দিতে পারবেন তাঁদের জন্য ১০০টা পুরস্কার থাকবে। প্রয়োজনে তাঁদেরকে চাকরিও দেওয়া হতে পারে।”

About Prabir Mondal

Check Also

“ওরা আমায় বাঁচতে দেবে না”, ওরা কারা? তদন্তে জিআরপি

টুডে নিউজ সার্ভিসঃ রক্তাক্ত দেহ উদ্ধার হল এক ছাত্রীর। শুক্রবার রাতে কালনার রামকৃষ্ণপল্লীর কাছে রেললাইনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *