টুডে নিউজ সার্ভিসঃ পড়বে না কোনও ছায়া ৫ জুন রবিবার সকাল সাড়ে ১১টার সামান্য পরে এমনি দেখা যাবে। ১১টা ৩৪ মিনিটে এটা সুস্পষ্ট বোঝা যাবে। কিন্তু এর পিছনে বৈজ্ঞানিক কারণ কী?
রবিবার এক মজার অভিজ্ঞতার সাক্ষী থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এদিন সকাল ১১টা ৩৪মিনিটে কিছুক্ষণের জন্য পড়বে না কোনো ছায়া। জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, ৫ জুন রবিবার ‘জিরো শ্যাডো ডে’-র সাক্ষী থাকবে কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অঞ্চল। ৫ জুন সকাল ১১টা ৩৪ মিনিটে এটা সুস্পষ্ট বোঝা যাবে কিন্তু এর পিছনে বৈজ্ঞানিক কারণ কী?
‘জিরো শ্যাডো ডে‘ কী?
জিরো শ্যাডো ডে বা ছায়া শূন্য দিবস হল এমন একটি দিন, যাতে সূর্যের রোদে দুপুরে কোনো বস্তুর ছায়া পড়ে না। এই সময়ে সূর্য ঠিক শীর্ষ অবস্থানে থাকে। অর্থাৎ মাথার একেবারে উপরে চলে আসবে সূর্য।
সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণের সময়ে কর্কটক্রান্তি রেখার দক্ষিণে এমনটা ঘটে। সূর্যের কৌণিক অবস্থানের কারণে ছায়া বস্তুর একেবারে নিচে চলে যায়। ফলে সেটা সেভাবে দেখা যায় না। এই সময়টাকে বলা হয় ‘জিরো শ্যাডো মোমেন্ট’ অর্থাৎ ছায়া শূন্য মুহূর্ত। +২৩.৫ এবং -২৩.৫ ডিগ্রি অক্ষাংশের (যথাক্রমে কর্কট ও মকরক্রান্তি রেখার মধ্যে) অবস্থানের জন্য বছরে দু’বার ছায়া শূন্য দিবস হয়। পৃথিবীর বিভিন্ন স্থানের হিসাবে তারিখ পরিবর্তিত হয়।
Social