রবিশঙ্কর ঘোষ, বীরভূমঃ রাস মূলত, শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত হিন্দু ধর্মালম্বীদের কাছে ধর্মীয় উৎসব।
ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে, আধ্যাত্মিকতায় এবং “কামপ্রবৃত্তিসমূহকে” ‘প্রেমাত্মক’ প্রকৃতিতে রূপ প্রদান করে।ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবন, পশ্চিমবঙ্গের নদীয়া, নবদ্বীপ ও শান্তিপুর সহ অন্যান্য জায়গায় মূল উৎসব হলো রাস।
তেমনই মানবজাতির মিলনক্ষেত্র ও মেলবন্ধনের রাস উৎসব পালিত হল বীরভূম জেলার শান্তিনিকেতন থানার অন্তর্গত দমদমা রাস কমিটির উদ্যোগে দমদমা গ্রামে। দমদমা রাস কমিটি নিষ্ঠার সহিত গত ২৮ বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব পালন করে আসছে।
এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুদীপ্ত ঘোষ, দুবরাজপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক নরেশ বাউড়ি, শ্রীনিকেতন পঞ্চায়েতের ব্লক সভাপতি মিহির রায়, আলবাঁধা সর্পলেহনা গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু সাহা, উপপ্রধানৎদীননাথ ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রবীর ঘোষ ও এলাকার গুণীব্যক্তিত্ব সহ ধর্মপ্রাণ মানুষজনেরা।
Social