গোবিন্দপুর উৎসবের উদ্বোধনে অভিনেত্রী পিয়ালি মুখার্জি

Burdwan Today
1 Min Read

অর্ঘ্য ব্যানার্জি, বর্ধমানঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ বা উৎসব। প্রতি বছরই সেই উৎসবেরা ঘুরে ফিরে আসে। কিন্তু, গত দু’বছর মারণ ভাইরাস করোনার জেরে তা যেন প্রায় থমকে যাওয়া পরিস্থিতি হয়ে দাঁড়ায়। এবছর করোনার গ্রাফ কিছুটা নিম্নমুখী হতেই আবার উৎসব মুখর হয়ে উঠেছে। শুক্রবার ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হলো পূর্ব বর্ধমানে হাট গোবিন্দপুর উৎসব কমিটির পরিচালনায় গোবিন্দপুর উৎসব ২০২২; যা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। 

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে জনপ্রিয় অভিনেত্রী পিয়ালি মুখার্জি। পাশাপাশি উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান-২ পঞ্চায়েত সমতির সভাপতি অরুন গোলদার, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। চারদিন ধরে চলা এই উৎসবে থাকছে শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে গুণীজন সংবর্ধনা এমনকি দুদিন থাকছে যাত্রানুষ্ঠানও।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *