রমা চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুরঃ সালটা ছিল বাংলার ১২৮২ সন দক্ষিণ দিনাজপুর জেলার রিস্তারা এলাকায় তৎকালীন এলাকার জোরদার রূপকান্ত সরকার এলাকার মঙ্গল কামনায় দুর্গাপুজো। সেই থেকে শুরু তারপর থেকে প্রায় ১৪৫ বছর ধরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের প্রত্যন্ত রিস্তারা এলাকার সরকার বাড়িতে আসছেন মা দুর্গা। বংশ পরম্পরায় পূজিত মা দূর্গা এই মুহূর্তে সরকার বাড়ির পঞ্চম পুরুষের হাত থেকে পূজা পাচ্ছেন। শুধু তাই নয় এই বাড়ির পুজো পুরোহিত থেকে ঢাকিও বংশ পরম্পরায় চলে আসছে। পুজোতে পাঁচদিন মরে মঙ্গলচন্ডীর গান হয়।
১৪৫ বছর ধরে চলে আসছে এই মঙ্গলচন্ডীর গান নিরলস ভাবে। এই বাড়িতে মা বৈষ্ণব মতে পূজিত হন। মাকে কোন অন্নভোগ দেওয়া হয় না মাকে ফলমূল, লুচি, সুজি সহ বিভিন্ন ভোগে মাকে ভোগ দেওয়া হয়। আর মায়ের পুজোর জোগাড় থেকে শুরু করে ভোগ রান্না করে পরিবারের মহিলারাই। বোধনের শুরু করে দিন থেকে পুজোর দিন গুলিতে সরকার পরিবারের লোকেরা নিরামিষ ভক্ষণ করে বলে জানা গেছে। অতীতে এই পুজোর জৌলুস ছিল অনেকটাই পুজো ঘিরে পূজোর পাঁচ দিন বসত যাত্রাপালা। কালের নিয়মে সরকার বাড়ি সেই জৌলুস অনেকটাই ফিকে তাই এখন আর বসে না যাত্রাপালা। কিন্তু পুজোর নিয়ম নিষ্ঠা রয়ে গেছে আগের মতই। পুজোর দিন চামুণ্ডা মায়ের নাচ হয় সেই প্রাচীনকাল থেকে। সার্বজনীন পুজোর হরেক রোশনাই এর মাঝেও আজও নিজগুণে অন্য পুজো গুলির থেকে নিজেকে অনেকটাই স্বতন্ত্র রেখেছে দক্ষিণ দিনাজপুর জেলার রিস্তারা এলাকার সরকার বাড়ির এই পুজো।
Social