Breaking News

দাবদাহ থেকে বাঁচতে প্রাতঃকালীন স্কুলের দাবি অভিভাবকদের

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ গরমে হাঁসফাঁস দশা জেলার মানুষের, তার মাঝেই সরকারি নির্দেশিকা মেনে সোমবার খুলল স্কুল। উপস্থিতির হার হাতে গোনা, স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়া থেকে শিক্ষক অনেকেই। জোরালো হচ্ছে প্রাতঃকালীন স্কুলের দাবি। বাঁকুড়ার তাপমাত্রা ৪২ ডিগ্রী ছাড়িয়েছে, সঙ্গে দোসর চড়া রোদ। এমনিতেই হাঁসফাঁস দশা জেলার মানুষের। কোথাও আবার স্কুলের ছুটি বৃদ্ধির দাবিও জোরালো হচ্ছে।

প্রবল দাবদাহে পুড়ছে পশ্চিমের জেলাগুলি। গতকালই বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রীর কোঠা পার করে ফেলে। সঙ্গে বাতাসে মাত্রাতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতির কারনে চূড়ান্ত অস্বস্তিতে সাধারণ মানুষ। দক্ষিনবঙ্গের জন্য বৃষ্টির আশার কথা এখনও শোনাতে পারেনি আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে এমন অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে স্থায়ী হতে পারে আরও কয়েকদিন। এরই মাঝে সরকারি নির্দেশিকা মেনে সোমবার থেকে খুলে গেল সরকারি ও সরকার পোষিত স্কুলগুলি। স্কুল নিয়ম মেনে খুললেও প্রবল গরমের জেরে জেলার প্রায় প্রতিটি স্কুলেই পড়ুয়াদের উপস্থিতি ছিল হাতেগোনা।

About Prabir Mondal

Check Also

গলসির ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, কড়া ব্যবস্থা নিতে চলেছে পুলিশ

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গত ৯ তারিখ পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত পুরন্দরগড় কলাবাঁধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *