সুপ্রিয় পরামানিক, সিউড়িঃ পুলিশ দিবস উপলক্ষে বীরভূম জেলা ট্রাফিক পুলিশের তরফ থেকে সিউড়িতে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। যে শোভাযাত্রায় বাইক সহ বিভিন্ন ধরনের পুলিশ গাড়ির সমাবেশ লক্ষ্য করা যায়। বীরভূম জেলা ট্রাফিক পুলিশের তরফ থেকে এই পুলিশ দিবস শোভাযাত্রা আয়োজন করা হয় মূলত পথ নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করতে। এদিনের এই শোভাযাত্রায় হাঁটতে লক্ষ্য করা যায় ডিএসপি ট্রাফিক সেখ আক্তার আলিকে।
Check Also
বাংলা ভাষায় সরস্বতী পুজোর মন্ত্রোচ্চারণ, বর্ধমানের স্কুলে ব্যতিক্রমী প্রয়াস
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ “ঔঁ ভদ্রকালৈ নমো নিত্যং সরস্বতৈ নমো নমঃ”—এমন সংস্কৃত মন্ত্র নয়, এবারের …
Social