Breaking News

হাসপাতালে নয়! সাপে কামড়ানো রোগীকে নিয়ে যাওয়া হল চার্চে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সাপে কামড়ানো রোগীকে কোনো ওঝা বা কোনো ঠাকুর তলায় না নিয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বারবার প্রচার চালাচ্ছে প্রশাসনের তরফে। কিন্তু, এখনও কুসংস্কারে ডুবে আছে বহু মানুষ। ফের কুসংস্কারের বলি এক যুবক। সাপে কামড়ানো এক যুবককে তার বিষ নামাতে হাসপাতালে না নিয়ে তাকে নিয়ে যাওয়া হল চার্চে। বেশ কয়েকঘন্টা যাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে এলে প্রাণ হারালো ঐ যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের রঙ্গিনি মৌল এলাকায়। বুধবার রাতে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা দেখে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম তপন মুর্মু, জামালপুরের রঙ্গিনী মৌল এলাকার বাসিন্দা। ইতিমধ্যেই মৃতদেহ নিয়ে আসা হয়েছে জামালপুর থানায়, সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। জানা যাচ্ছে খড়ের পালুই থেকে খড় বার করার সময় বিষধর সাপে কামড়ায় ওই যুবককে প্রথমে তাকে স্থানীয় একটি চার্চে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে নিয়ে আসা হয় হাসপাতালে। তবে মনে করা হচ্ছে আগেভাগে হাসপাতালে নিয়ে এলে প্রাণে বাঁচানোর যেত ওই যুবককে।

About News Desk

Check Also

বিপুল পরিমাণ চোলাই মদ সহ গ্রেফতার এক

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ চোলাইয়ের বিরুদ্ধে মন্তেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার চোলাই মদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *