টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মূল্যবৃদ্ধির যাঁতাকলে পড়ে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। প্রতিমা তৈরি জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছে বর্ধমানের মৃৎশিল্পীদের। তাঁরা চাইলেও সেভাবে প্রতিমার দাম বাড়াতে পারেনি। প্রতিমা শিল্পীদের দাবি অন্যবারের তুলনায় ৩০ শতাংশ কম প্রতিমা তৈরি করতে হয়েছে তাদের। তাঁরা জানান এক লরি মাটির দাম গত বার ৯ হাজার টাকা থাকলেও এবছর সেই দাম বেড়ে হয়েছে ১২ হাজার টাকা। তবু ঠাকুরের দাম বাড়াতে পারছেন না মৃৎশিল্পীরা। ফলে সমস্যায় পড়তে হয়েছে তাদের। সেই তুলনায় বায়না ভালো আসায় লাভের আশা দেখছেন তারা।
বর্ধমানের পাল পাড়ার মৃৎশিল্পী চন্দন পাল বলেন এবছর বায়না ভালোই এসেছে। কিন্তু প্রতিমা তৈরির খরচ বেড়েছে যে কারনে আমরা চাইলেও দাম বাড়াতে পারছিনা।
Social