টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার ছোটবেলুন এলাকায়। বাসটি বর্ধমান থেকে মন্তেশ্বর যাওয়ার পথে একটি মোড় ঘুরতে নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফাঁকা জমিতে নেমে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটেছে কুড়মুনের ছোটবেলুন এলাকার কাছে। ঘটনায় প্রায় ৪০ জন যাত্রী আহত হন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে প্রথমে কুড়মুন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আঘাত গুরুতর হওয়ায় ১৫ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
প্রবল শব্দ শুনে ছুটে যান স্থানীয়রা। তারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে দেওয়ানদিঘী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বাসটির যান্ত্রিক ত্রুটি নিয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। বাস যাত্রীদের অভিযোগ, যাত্রীরা বারবার বাসচালককে ধীরে চালানোর কথা বললেও বাসের চালক অত্যন্ত দ্রুতগতিতে বাস চালানোর ফলে এই বিপত্তি।

Social