টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ বড়দিনের আমেজে মাতলেন আপামর শহরবাসী। এদিন ঠান্ডার প্রকোপ কম থাকায় সকাল থেকেই দুর্গাপুর সিটি সেন্টারে চার্চে ভিড় জমিয়েছেন অগণিত মানুষ, সকালের দিকে চার্চ খোলা থাকলেও বেলা বাড়ছে ভিড় বাড়ার কারণে এবং করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় চার্চ বন্ধ করে দেন কর্তৃপক্ষ। এরপর চার্চে প্রার্থনা করতে এসে চার্চ বন্ধ থাকায় বিষণ্ন মনে ফিরে যান বহু মানুষ।
চার্চে প্রভুর কাছে মোমবাতি ও গোলাপ ফুল দেওয়ার জন্য প্রচুর স্টল সাজিয়ে বসে ছিলেন এলাকার বিক্রেতারা। চার্চ বন্ধ হয়ে যাবার ফলে তাদের ব্যবসাতেও বিরাট ক্ষতি হয়েছে। যদিও চার্চ কর্তৃপক্ষ জানিয়েছেন এই জনপ্লাবন আটকাতে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু তারা জানান পরের দিন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চার্চ খোলা থাকবে প্রার্থনা করার জন্য। এই ব্যাপক জন প্লাবন সামলানোর জন্য ট্রাফিক ব্যবস্থা সহ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে।
Social