পাপু লোহার, বুদবুদঃ বুদবুদের ভিড়সিন বিদ্যাসাগর স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে বুধবার ক্লাব প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে ৪০ জন রক্ত দাতা রক্ত দান করেন। ক্লাবের সদস্যরা জানিয়েছেন গ্রামের মানুষের মধ্যে রক্তদানের প্রতি একটা ভয় ছিল। ক্লাবের সকল সদস্যরা গ্রামের মানুষদের রক্তদানের প্রতি উৎসাহ বাড়িয়ে গ্রামের মানুষের সহযোগিতায় তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। স্বেচ্ছায় রক্তদান শিবিরে এদিন অতি উৎসাহের সাথে গ্রামের মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন।
করোনা আবহে রক্তের সংকট মেটাতে তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেন এবং এই রক্তদান শিবিরে গ্রামের মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
Social