সেখ সামসুদ্দিন, মেমারিঃ মেমারি থানার খয়েরপুর দুই সীমানা গ্রামে সমাজসেবী সরকার মান্ডির উদ্যোগে জোহার মারাং বুরু হিরো সেবা নিকেতনের ব্যবস্থাপনায় গ্রামীণ চিকিৎসকদের নিয়ে একটি সভা করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ আমজেদ মণ্ডল, প্রধান অতিথি স্বামী দিব্যাত্মানন্দ মহারাজ, বিশেষ অতিথি প্রাক্তন মহিলা কমিশনার শিখা আদিত্য, সমাজসেবক উৎপল দত্ত, পীযূষ মুখার্জী, বুলা মুখার্জী আর এমপিএ’র সম্পাদক স্বপন চৌধুরী, বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন-এর সদস্য কল্যাণী রায় সহ গ্রামীণ চিকিৎসকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অনুষ্ঠান সঞ্চালনা করেন টিডিএস-এর বাপি কিস্কু। অনুষ্ঠানের শুরুতে সরকার মান্ডির উদ্যোগে নির্মিত জাহের থান ও সর্বধর্ম সমন্বয়ে নির্মিত উপাসনা কেন্দ্র পরিদর্শন করান অতিথিবর্গকে। পরে ধামসা মাদল সহযোগে তাদের অভ্যর্থনা জানিয়ে মূল অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসা হয়। সেখানে মহারাজ, মহিলা কমিশনার সহ সকলেই সরকার মান্ডির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পাশে থাকার অঙ্গীকার করেন। চিকিৎসক বৃন্দ সপ্তাহে একদিন এই জোহার মারাং গুরু হিরো সেবা নিকেতনে বিনামূল্যে ওষুধ সহ পরিষেবা দেওয়ার কথা বলেন।
সরকার মান্ডি জানান আদিবাসী সমাজকে কুসংস্কার মুক্ত শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিতে উন্নতিকরণের লক্ষ্য নিয়ে তিনি কাজ করে চলেছেন। এই কাজে তার পাশে বেশকিছু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আশা রাখেন আদিবাসী সমাজের জন্য ভালো কিছু কাজ করতে পারবেন।
Social