Breaking News

নবগ্রাম থানায় বিক্ষোভ দেখাল ডিওয়াইএফআই

তারক নাথ সিট, মুর্শিদাবাদঃ ভুয়া আইএএস অফিসার, তৃণমূল ঘনিষ্ঠ দেবাঞ্জন দেব নামে এক প্রতারক কসবা সহ কলকাতার কয়েকটি জায়গায় করোনা টিকা করন শিবির করেছে। সেই টিকা গুলি কর্পোরেশন কিংবা রাজ্য সরকারের হেফাজত থেকেই গোপনে বেরিয়েছিল বলে অভিযোগ উঠেছে। ওই ব্যক্তিকে কলকাতার প্রশাসক মন্ডলীর প্রধান ফিরহাদ হাকিম তৃণমূলের একাধিক নেতার সঙ্গে দেখা গেছে। ফলে এই কেলেঙ্কারিতে শাসকদলের কারও কারও সঙ্গে যুক্ত থাকার আশঙ্কা প্রবল।  এরই প্রতিবাদে গত ২৮ জুন সোমবার কলকাতা কর্পোরেশনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছিল এসএফআই, ডিওয়াইএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। যাদের সামনে দিনের-পর-দিন এ কেলেঙ্কারী চলেছে, সেই পুলিশ এদিন প্রতিবাদীদের মেরেছে, টেনে-হিঁচড়ে প্রিজনভ্যানে তুলেছে। পুলিশের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ।

   এই ঘটনার প্রতিবাদে টিকা কেলেঙ্কারিতে অভিযুক্ত সকলের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকেলে নবগ্রাম থানার সামনে বিক্ষোভে শামিল হলেন এখানকার ডিওয়াইএফআই নেতা-কর্মীরা। টিকা কেলেঙ্কারির যথাযথ তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায় তারা। উপস্থিত ছিলেন যুব নেতা সৈয়দ নুরুল হাসান, ধনঞ্জয় হালদার, রাজিব কাঠমা, মানিক শেখ সহ অনেকে।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *