টুডে নিউজ সার্ভিস, দিনাজপুরঃ আর্থিক প্রতারণার অভিযোগে বিজেপির পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বৃহস্পতিবার এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। বিক্ষোভরত মহিলাদের অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর সংঘ নেত্রীরা প্রায় ৩০ লক্ষ টাকার নয়ছয় করেছে। বিভিন্ন সরকারি কাজের কোনো হিসাব দিচ্ছেন না। এমনকি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জমা করা টাকার হিসাবও দিচ্ছেন না তারা। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, তাঁরা বারবার সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকী সংঘ নেত্রীরা দেখাও করেন না স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে। প্রশ্নের মুখে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ভূমিকা।
এদিন বিক্ষোভকারীরা চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েত অফিসের মূল দরজায় তালা মেরে বালুরঘাট-চিঙ্গিশপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এদিকে পথ অবরোধ ও পঞ্চায়েত অফিসে তালা মারার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ ও স্বনির্ভর গোষ্ঠী দফতরের আধিকারিক। দুপুর নাগাদ বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এরপর শুরু হয় যানচলাচল। তবে পথ অবরোধ তুললেও খবর লেখার সময় অবধি চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা খুলতে দেননি বিক্ষোভকারীরা।
Social