সুপ্রিয় পরামানিক, দুর্গাপুরঃ কাঁকসার শিবপুরের অজয় নদীতে বন্ধ নৌকা পরিষেবা। জীবন হাতে নিয়ে অজয় নদের স্রোতের মধ্যে পারাপার নিত্যদিনের যাতায়াতকারী মানুষজনের। প্রশাসনের কোনো নজর নেই। একদিকে শিবপুর অন্যদিকে বীরভূমের জয়দেব পারাপার করতে হয় অজয় নদের অস্থায়ী ব্রীজে। বর্ষায় ভেঙ্গে যায় অস্থায়ী ব্রীজ বর্তমানে অজয়ের স্রোতের মধ্যে পারাপার। পারাপারকারী এক মহিলা পারাপারের সময় তলিয়ে যেতে থাকে বরাতবসত বেঁচে যায় ওই মহিলা।
যাতায়াতকারী মানুষজনদের অভিযোগ নৌকা পরিষেবা বন্ধ থাকার জন্য তাদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। জীবন হাতে নিয়ে সাঁতার কেটে অজয় নদে পারাপার করতে হচ্ছে। বুধবার সকাল থেকেই এভাবেই অজয় নদীতে পারাপার করতে দেখা যায়। কাঁধে করে সাইকেল সহ বাচ্চাদের নিয়ে পারাপার করতে দেখা যায় যাতায়াতকারী মানুষজনেদের। গত কিছুদিন ধরে নৌকা পরিষেবা চালু হলেও মঙ্গলবার থেকে বন্ধ ফের নৌকা পরিষেবা। বুধবার সকাল থেকেই ঝুঁকির পারাপার। যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। ঝুঁকি নিয়ে পারাপার কারী মানুষজনের একাংশ অভিযোগ করছেন এভাবেই তাদের পারাপার করতে হয় জীবন হাতে নিয়ে। কবে শেষ হবে অজয়ের নতুন স্থায়ী ব্রিজ সেদিকেই তাকিয়ে দুই জেলার মানুষ।
Social