Breaking News

    ফোন চুরি যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য

     

    দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ স্মার্ট ফোন চুরিকে কেন্দ্র করে এলাকার চাঞ্চল্য। বাঁকুড়া জেলার ইন্দাস থানার আকুই ফাঁড়ি মোড়ে মুখার্জি মার্কেটের একটি দোকান থেকে একটি মোবাইলটি চুরি যায়। ঘোষ স্টোরে মালিক তুইন ঘোষ বলেন আমার দোকান থেকে ফোনটি শুক্রবার সন্ধ্যা ৬:৫০-৭:১০ এর মধ্য ফোনটি চুরি যায়। ওই সময় আমি বাথরুমে গিয়েছিলাম সেই সময়  ফোনটা দোকানের টেবিলের উপরে ছিল। সেই সুযোগে একজন ফোনটি নিয়ে চলে গেছে বলে তার অভিযোগ।

    তিনি আরও বলেন আমার দোকানে সিসিটিভি ও সামনের দোকানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে যে আমি যখন ছিলাম না তখন একটা ছেলে আমার দোকানে ডুকে ফোনটি নিয়ে গেছে। কিন্তু ছেলেটিকে চিনতে পারা যায়নি। এই ব্যাপারে আকুই আউট পোস্টে পুলিশকে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে। তদন্ত শুরু করছে ইন্দাস থানার পুলিশও আকুই আউট পোষ্টের পুলিশ।

    About Burdwan Today

    Check Also

    ফেসবুকে আলাপ, ১০ লাখের গয়না হাতাতেই খুন বান্ধবীকে!

    টুডে নিউজ সার্ভিস, বিধাননগরঃ ফেসবুকেই আলাপ। আলাপ প্রেমে গড়াতে সময় নেয়নি। সোশ্যাল মিডিয়ার বান্ধবীর সঙ্গে …

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *