দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ সোমবার প্রত্যেকটা প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ-এর জন্মদিনে অর্থাৎ ৫ সেপ্টেম্বর প্রত্যেক বছর পালিত হয় শিক্ষক দিবস। প্রতিটি কোনায় কোনায় চলছে গুরু শিষ্য পরম্পরার মেলবন্ধন, কোথাও আর্শীবাদ দেওয়ার পালা তো কোথাও আশীর্বাদ নেওয়ার। সেরমই এক শিক্ষক দিবস পালিত হতে দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন এলাকার সমস্ত শিক্ষকে একই মঞ্চে নিয়ে এসে সম্বর্ধনা দিতে। এদিন শিক্ষকদের সংবর্ধনা দিতে পেরে খুশি রোল অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
সুজাউদ্দিন মণ্ডল নামে এক শিক্ষক জানান, ছাত্রদের মোবাইলের ক্লাস থেকে বেরিয়ে স্কুলের ক্লাসে আসাটা বেশি দরকারি এতে তারা মোবাইল আসক্তি থেকে মুক্তি পাবে।
রোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ নুর আলী জানান, রোল অঞ্চলের সব শিক্ষক শিক্ষিকাদের আমরা সম্বর্ধনা দিলাম আগামী দিনেও আমরা এই কাজ করবো।