Breaking News

পিছিয়ে পড়া মানুষের আর্থ সামাজিক উন্নয়নে ‘আলোর দিশা’ আল হাবিব নিধি লিমিটেডের

  

অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়াঃ  গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা তথা উলুবেড়িয়া-১ ব্লকের কুলগাছিয়ার মানিকপুরে এক বৎসর আগে গ্ৰামীণ এলাকায় পিছিয়ে পড়া মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সম্পুর্ণ সুদমুক্ত ইসলামিয়া ব্যাঙ্কিং পরিষেবা ‘আল হাবিব নিধি লিমিটেড’-এর পথ চলা শুরু হয়েছিল।২০২২ সালের ১৪ আগস্ট কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে ‘আল হাবিব নিধি লিমিটেড’ ব্যাঙ্কিং পরিষেবায় আত্নপ্রকাশ করেছিল।

ব্যাঙ্কিং পরিষেবার প্রথম বর্ষ পূর্তিতে দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হল সম্পুর্ণ বিনামূল্যে মুমুর্ষ, অসহায়, দুর্ঘটনাগ্ৰস্ত রোগীদের জন্য ৫০টি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হল। অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন ফুরফুরা শরীফের পীরজাদা আলহাজ্ব ত্বহা সিদ্দিকী। এক বৎসরের ব্যাঙ্কিং পরিষেবার প্রথম বর্ষ পূর্তিতে ব্যাঙ্কের ৬,০০০ গ্ৰাহকদের প্রত্যেককে বিভিন্ন ধরনের পুরষ্কারে সম্মানিত করা হয়।’ আল হাবিব নিধি লিমিটেড ‘ ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে ৩,০০০(তিন হাজার) প্রান্তিক সাধারণ পিছিয়ে পড়া মানুষদের মধ্যে সম্পুর্ণ বিনা সুদে ঋণদান কর্মসূচী সফল ভাবে রূপায়ণ হয়েছে বলে জানান ব্যাঙ্ক ম্যানেজার সেখ সাবির আলী। ‘আল হাবিব প্রাইভেট লিমিটেড’ সংস্থার কর্ণধার সেখ রাহির আলী বলেন, ‘অনেক বাধা-বিঘ্ন, ঘাত-প্রতিঘাত এর মধ্যে দিয়ে পথ চলতে চলতে ‘আল হাবিব প্রাইভেট লিমিটেড ‘ ব্যাঙ্কিং পরিষেবার এক বৎসর পূর্ণ হল। এই এক বৎসরের মধ্যে ব্যাঙ্কের ৬,০০০ গ্ৰাহক ও তার মধ্যে প্রায় ৩,০০০ জনকে সম্পুর্ণ বিনা সুদে ঋণ দান কর্মসূচী সফল ভাবে রূপায়ণ করা হয়েছে। ব্যাঙ্কের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে ৫০টি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়েছে। আগামী দিনে আরও বেশি বেশি করে পিছিয়ে পড়া মানুষদের নানান সমাজ সেবা মূলক পরিষেবা দেওয়ার জন্য আমরা কাজ করবো।’

About Burdwan Today

Check Also

সরস্বতী পুজোয় বিপত্তি, প্রদীপের আগুনে ঝলসে মৃত্যু মহিলার

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সরস্বতী ঠাকুরকে প্রণাম করতে গিয়ে বিপত্তি, প্রদীপের শিখার আগুন শাড়িতে লেগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *