Breaking News

দেবীপক্ষেও জারি প্রতিবাদ, মহালয়া ও তার আগের দিন একগুচ্ছ কর্মসূচি রয়েছে চিকিৎকদের ও নাগরিক সমাজের

টুডে নিউজ সার্ভিসঃ জয়েন্ট ডক্টর ফোরামেরস ও ৫৫ টা সামাজিক সংগঠন একসাথে কলকাতার রাজপথে নামতে চলেছে আগামী ১ অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মহা মিছিল হবে এক লাখ লোক সমাগম হবে এই মিছিলে দাবি সংগঠনগুলির, মূল বিষয় অভয়ার বিচার চাই সেই সঙ্গে আগামী মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররাও মিছিল করতে চলেছে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত সেখানে একটি মহা সমাবেশ হবে। সেই সঙ্গে আগামী পুজোর দিনগুলিতে শ্যামবাজারে জয়েন্ট ডাক্তার ফোরামস পক্ষ থেকে একটি প্রতিবাদী মঞ্চ থাকবে সেখানে সকলকে আহ্বান করা হচ্ছে পুজোর দিনগুলোতে এবং সকলে যাতে এই মঞ্চে এসে সামিল হতে পারে উৎসবও হোক প্রতিবাদ হোক এটাই তাদের মূল বিষয় কেন না ডাক্তার ফোরামস-এর পক্ষ থেকে জানানো হয় অভয়া বাড়ির নিচে গত দুবছর দুর্গাপূজার করে আসছে। কেন না তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে যদি তিনি ডাক্তারিতে চান্স পান তবে তিনি দুর্গাপূজা করবেন সেই মতো বিগত দুবছর থেকে করে আসছে কিন্তু অভয়ার মা-বাবা পরিষ্কার বলে দিয়েছে ঘরের দুর্গা বিসর্জন হয়ে গেছে। তাই আর দুর্গা পুজো করবো না। তাই শ্যামবাজারে দ্রোহের সমাবেশ হবে দুর্গাপূজার সময়কালে সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা এই দ্রোহের সমাবেশে উপস্থিত থাকবে।

About Prabir Mondal

Check Also

তপোবনে রামচন্দ্রের রথযাত্রা মেলা

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ ৩০০-৩৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলা। রয়েছে বিরাট আধ্যাত্মিক মাহাত্ম্য। দূর দূরান্ত থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *