বর্ধমানে নিরঙ্কারী সন্ত সমাগম

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ “অহংকার আমাদের মানসিকতায় থাকা উচিত নয়। সব সময় বিনয়ী ভদ্রতার মধ্য দিয়ে মানুষকে দেখতে হবে এবং তার সাথে সে রকম আচরণ করতে হবে।”-এমন একটি বার্তা ও আদর্শকে সামনে রেখে পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের বামচাঁদাইপুর হেলিপ্যাড ময়দানে আয়োজিত হলো সোমবার পরমপুজ্য সদগুরু মাতা সুদীক্ষা জী মহারাজ এবং আদরণীয় রাজপিতা জী-র নিরঙ্কারী সন্ত সমাগম।

এদিন পূর্ব বর্ধমানের আশপাশের জেলা ছাড়াও বিহার, উড়িশ্যা, দিল্লি সহ বহুদূর থেকে কয়েক হাজার ভক্ত উপস্থিত হয়। পাশাপাশি মূল মঞ্চের পাশে মহিলা ও পুরুষ সন্তরা ভজন, পবিত্র উপদেশ ও ছোট ছোট নাটকের মধ্য দিয়ে এই সমাগমকে সমৃদ্ধ করে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *