টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পুকুরের মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হল একটি প্রাচীন বিষ্ণু মূর্তি। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি-২ ব্লকের সাতগেছিয়া গ্রামে। জানা যায় এলাকার পদ্মপুকুর সংস্কারের কাজ চলার সময় মাটি খুঁড়তেই আনুমানিক ৩ ফুট লম্বা পাথরের এই মূর্তিটি বেরিয়ে আসে। মূর্তিটি বিষ্ণু পদ্মের ওপর দাঁড়িয়ে রয়েছেন। উদ্ধার হওয়া মুর্তিটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভবতঃ মাটি কাটার যন্ত্রে ধাক্কা লেগেই মূর্তির মুখমণ্ডল, হাত ভেঙে গেছে।

মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমান এবং পুজো-অর্চনা শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। তারা মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া মূর্তিটি তাঁদের গ্রামে পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। মূর্তিটির প্রকৃত ইতিহাস জানতে প্রশাসন তদন্ত শুরু করেছে।